জাতীয় দলে না খেলার ঘোষণা
হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় রবার্ট লেভানডভস্কি জানিয়েছেন, আপাতত পোল্যান্ডের জার্সিতে খেলবেন না তিনি। একই সঙ্গে নিজের সিদ্ধান্ত পরিবর্তনের শর্তও দিয়ে রেখেছেন এই তারকা স্ট্রাইকার।
দুই ম্যাচ হাতে রেখেই স্প্যানিশ লা লিগার শিরোপা নিশ্চিত করেছিল বার্সেলোনা। শেষটাও জয়ে রাঙাল হান্সি ফ্লিকের শিষ্যরা। অ্যাটলেটিক বিলবাওকে ৩-০ গোলে হারিয়েছে কাতালানরা। মৌসুমের শেষ জয়ের দিনে বার্সার পাশাপাশি দারুণ একটি মাইলফলক স্পর্শ করেছেন রবার্ট লেভানডভস্কি।